Saturday, November 19, 2016

Idioms and Phrases in Bangla

বাগধারা ও বাক্য সংকোচন
--------------------------------
১.অগস্ত্য যাত্রা- চিরদিনের জন্য যাত্রা
.
২.অজার যুদ্ধে আঁটুনি সার- লঘু ফলাফল যুক্ত আড়ম্বরপূর্ণ আয়োজন
.
৩.অতি দর্পে হত লংকা- অহংকারের পতন অবশ্যম্ভাবী
.
৪.অতি দানে বলির পাতালে হলো ঠাঁই- ন্যায়পরায়ণ /সত্যবাদী/ সৎ লোক অন্যের কৌশলে ভোগান্তির শিকার হয় তা বোঝাতে
.
৫.অতি মন্থনে বিষ ওঠে- মাত্রাতিরিক্ত আলোড়ন ক্ষতিকারক হয়
.
৬.অন্ধের হাতি দেখা-কোন বিষয় সম্পর্ক এ পরিষ্কার ধারণা না নিয়ে অংশবিশেষ পর্যালোচনা করে সম্পূর্ণ বিষয়ে মতামত দেয়া
.
৭.অশ্বত্থামা হত ইতি গজ- কোন কথা পরিষ্কার করে না বলে সত্য গোপন করা
.
৮.কালনেমির লংকাভোগ- মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া
.
৯.খর দজ্জাল -অনিষ্ট কারী/প্রচণ্ড অত্যাচারকারী
.
১০.খাঞ্জাখাঁ -প্রধান উজিরের শান শওকত
.
১১.গন্ধমাদন বয়ে আনা-কোন জিনিস আনতে দিলে একাধিক জিনিস বয়ে আনা
.
১২.ওঝার ব্যাটা বনগরু - জ্ঞানী মানুষের মূর্খ ছেলে
.
১৩.কংস মামা- নির্মম আত্নীয়
.
১৪.গজকচ্ছপ এর লড়াই- প্রবল প্রতিদ্বন্দ্বিতা
.
১৫.গোকুলেরষাঁড় /ধর্মেরষাঁড় - সেচ্ছাচারী/ যেখানে সেখানে চলাফেরা করে অন্যের অনিষ্ট সাধনকারী
.
১৬.গৌরচন্দ্রিকা -ভূমিকা
.
১৭.ঘরভেদী বিভীষণ - নিজের ঘরের খবর অপরকে দিয়ে সংসারে অশান্তি আনে যারা
.
১৮.ঘুটে পোড়ে গোবর হাসে- অন্যের দু:খ যন্ত্রণা দেখে সাময়িক আনন্দলাভ
.
১৯.চিত্রগুপ্তের খাতা-পুংখানুপুংখু ভাবে সংরক্ষণ
.
২০.চেনা বামুনের পৈতা লাগে না- পরিচিত কে নতুন ভাবে পরিচয়ের দরকার হয় না
.
২১.ছকড়া নকড়া- অবজ্ঞাসূচক
.
২২. ঠুঠো জগন্নাথ - অলস ব্যক্তি
.
২৩.ত্রিশংকু অবস্থা-অনিশ্চিত অবস্থা
.
২৪. দশচক্রে ভগবান ভূত- বহুলোকের চক্রান্তে বা ষড়যন্ত্রে আসলকে নকল, নকলকে আসল, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রতিপন্ন করা
.
২৫.দৈত্যকুলে প্রহ্লাদ- মন্দ বংশে ভাল লোক জন্মানো
.
২৬.ধনুর্ভঙ্গপণ -কঠিন প্রতিজ্ঞা
.
২৭. ধনন্তরি- দেবতাদের চিকিৎসক
.
২৮. ধর লক্ষণ -যে কাজ করতে বলা হয় নি, অথচ করাটা যুক্তিযুক্ত এবং অভিপ্রেত সে কাজ না করলে এই প্রবাদটি ব্যাবহার করা হয়
.
২৮.নরণাং মাতুলক্রম- মামার অনুসরণকারী
.
২৯. পরশুরামের কুঠার- সর্বংসহার অস্ত্র
.
৩০.ফপরদালালি - অযাচিত ভাবে পড়ে অন্যের ব্যাপারে নাক গলানো
.
৩১. ফেউ লাগা-কারো পেছনে লেগে ক্রমাগত বিরক্ত করা
.
৩২.বিদুরের খুদ-দীনজনের/গরীব মানুষের শ্রদ্ধাসহকারে করা সামান্য উপহার
.
৩৩.বিন্দেদূতী -কেউ কারো পরস্পরের সাথে চালাচালি করা
.
৩৪.ভানুমতীর খেল- জাদুবিদ্যা
.
৩৫.ভেড়াকান্ত -শ্রেষ্ঠ বোকা
.
৩৬.ভেড়ার পাল/মাছিমারা কেরানি - অন্ধ অনুকরণ
.
৩৭.মরার সময় মকরধ্বজ - শেষ মুহুর্তে আশার সঞ্চার
.
৩৮.যক্ষের ধন- প্রাণ পনে রক্ষিত ধন
.
৩৯. ষণ্ডামার্ক -ভয়ানক গোয়ার

৪০. লাগে টাকা দেবে গৌরিসেন - বিপদে সাহায্য এর হাত বাড়ানো
.
৪১. ষাঁড় এর গোবর- অকর্মণ্য
.
৪২. সরফরাজি চাল- অনাবশ্যক বার্তাগিরি
.
৪৩.সাত নকলে আসল খাস্তা-ক্রমাগত নকলে আসল থেকে মারাত্মক ভাবে বিচ্যুত
.
৪৪.শিখণ্ডী খাড়া করা- আড়ালে থেকে অন্যায় কাজ করা
.
৪৫. শিবরাত্রির সলতে- একমাত্র বংশধর
.
৪৬.হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী - নির্বোধের পরামর্শে চলা নির্বোধ লোক
.
৪৭.হরিঘোষের গোয়াল- অনেক লোকের সমাগম
.
৪৮. হরিহর আত্না- অন্তঃরঙ্গ /অভিন্ন হ্রদয়

No comments:

Post a Comment